নিয়ানতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে নারীদের সচেতন করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পাড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়এ উঠান বৈঠকের আয়োজন করে।
উঠান বৈঠকে নারী ভোটারদের ভোটাধিকার, ভোট প্রদানের নিয়মাবলি, গণভোটের গুরুত্ব ও ভোটকেন্দ্রে নিরাপদে ভোট প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নারীদের ভোটে অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পাড়ইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব কাম কম্পিউটার অপারেটর মামুন, প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নারী ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীদের ভোটকেন্দ্রমুখী করা গেলে গণতন্ত্র আরও শক্ত ভিত্তি পাবে।উঠান বৈঠকে স্থানীয় নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


