মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে নওগাঁর মান্দায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা কোর্ট মসজিদ চত্বর থেকে শুরু হয়ে প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার চার মাথার মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির মান্দা উপজেলা (পূর্ব) শাখার সভাপতি রোমান ইসলাম এবং সঞ্চালনা করেন মান্দা উপজেলা (পশ্চিম) শাখার সভাপতি মাহমুদুল হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আব্দুস শুকুর আমানুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক রাজশাহী মহানগর অফিস সম্পাদক আব্দুল মালেক, নওগাঁ জেলা শাখার স্পোর্টস সম্পাদক রায়হান ইসলাম, এইচআরডি সম্পাদক সোহাগ ইসলাম এবং মান্দা উপজেলা (পশ্চিম) শাখার সেক্রেটারি আব্দুর রহমান আজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।বক্তারা অভিযোগ করে বলেন, একটি বিশেষ দলের ইন্ধনে মব সৃষ্টি করে আদালতকে ব্যবহার করে পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে প্রশাসনের অযাচিত হস্তক্ষেপে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে তারা দাবি করেন। দ্রুত নির্বাচন পুনরায় আয়োজনের দাবি জানান বক্তারা।


