বরেন্দ্রকণ্ঠঅ ডেস্কঃ
নওগাঁর সাংস্কৃতিক অংগনের সকলের অতি পরিচিত মুখ বিশিষ্ট সংগীত শিল্পী ফজলে রাব্বি প্রবীর মৃত্যু বরন করেছেন।
(ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিকভাবে জানা গেছে বৃহষ্পতিবার রাত ১০টায় অসুস্থতা অনভব করলে তাকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান ইতিমধ্যেই তার হার্টে ব্লক দেখা দিয়েছে। আগে বোঝা যায়নি।
শুক্রবার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। রাজশাহী নেয়ার প্রস্তুতি নেয়ার প্রাক্কালে শুক্রবার দুপুরে প্রবীর না ফেরার দেশে পাড়ি জমান।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সাংস্কৃতিক কর্মীরা শহরের চকদেব পাড়ার বাসায় ছুটে আসেন।
প্রবীর মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাব নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নধীন কাঠখইড় কেন্দ্রের সংগীত শিক্ষক ছিলেন। তিনি অত্যন্ত হাসিখুশি এবং সজ্জন মানুষ হিসেবে সবার প্রিয় ছিলেন।
তিনি অবিবাহিত ছিলেন।
তার মৃত্যুতে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ার হোসেন লিটন, আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোঃ কায়েস উদ্দিন, ঐকতান সঙ্গীত সংস্কৃতি সৃজন সংগঠনের সভাপতি মোসাদ্দেক হোসেন, হাতে খড়ি প্রতিষ্ঠানের পরিচালক মাগফুরুল হাসান বিদ্যুৎ, সংগীত শিল্পী প্রতাপ চন্দ্র সরকার, অখিল চন্দ্র, নৃত্যশিল্পী মোরশেদা বেগম শিল্পী, সুলতান মাহমুদ, লিজা সুলতান, সংগীত শিল্পী মোসাদ্দেক হোসেন সরদারসহ সাংস্কৃতিক ব্যাক্তি, সাংবাদিকবৃন্দ গভীর শেক প্রকাশ করেছেন।
শুক্রবার বাদ মাগরিব নওগাঁ নওযোয়ান মাঠে নামাজে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার কোলা গ্রামে নিয়ে যাওয়া হয়। সখানে পুনরায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।


