আদমদীঘি সংবাদদাতা:
নওগাঁয় বেডোর স্মার্ট প্রকল্পের আয়োজনে পরিবেশ শিক্ষা দিবস পালন উপলক্ষে র্যালী, পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় নওগাঁ সদর উপজেলার শিমুলিয়ার আনন্দ বাজার পরিবেশ মডেল ক্লাবে এসব আয়োজন করা হয়। ওই ক্লাবের সহ সভাপতি ওয়াজেদ হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রাজু আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহামুদুন নবী বেলাল।
এসময় উপস্থিত ছিলেন পিকেএসএফ’র কনসান অফিসার শফিউল ইসলাম, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল আলম মন্ডল, এমআইএস এন্ড ডকুমেন্টেশন অফিসার স্বপন কুমার সরকার, অর্থ এবং হিসাব কর্মকর্তা মোমিনুল ইসলাম, বেডো নওগাঁ ১ শাখা ব্যবস্থাপক মাহমুদুর রহমান, বেডোর ব্যবস্থাপক (প্রশিক্ষণ) আব্দুর রউফ, মেহেদী ও তানভির আহমেদ তানিম প্রমূখ।
আলোচনা শেষে প্রধান অতিথি মাহমুদুন নবী বেলাল পরিবেশ মডেল ক্লাবের সকল সদস্যদের হাতে একটি করে বনজ ও ফলজ গাছের চারা তুলে দেন।


