মান্দা সংবাদদাতাঃ
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে একটি মিষ্টি দোকানে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
এ সময় উপস্থিত ছিলেন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানাসহ সেনাবাহিনীর একটি টিম।
অভিযান শেষে দোকানের কর্তৃপক্ষকে ভবিষ্যতে যেন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত না করা হয় সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


