বরেন্দ্রকণ্ঠ ডেস্কঃ
নওগাঁর আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের কর্মরত শিক্ষক-কর্মচারিদের পেশাগত উৎকর্ষ সাধনে তথা পাঠদান দক্ষতা উন্নয়ন বিষয়ে ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন আত্রাই উপজেলার একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার। এসময় তিনি শিক্ষকতার নানা গুরুত্বপূর্ণ দিক, পাঠ পরিকল্পনা, পাঠদান পদ্ধতি, শিখন ফল, শ্রেণি ব্যবস্থাপনা,পাঠদানে প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে প্রভাষক জাকিরুল ইসলাম, প্রভাষক আবু রেজা,প্রভাষক এসএম মাসুদ পারভেজ,প্রভাষক সোহেল রানা, প্রভাষক রিপন সরদার,প্রভাষক মামুনুর রশিদ,প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর অধীন এইচএসসি বিএমটি শিক্ষাক্রমের নতুন পরিমার্জিত সিলেবাস পরিচিতি ও বিস্তরণ বিষয়ে প্রশ্নোত্তর পর্বে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ এর শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন।


