নওগাঁয় এবি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন- ২০২৫ অনুষ্ঠিত।

“ছোট হাতে বড় স্বপ্ন স্কুল এ স্লোগানে, শিক্ষার্থীদের সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে এবি ব্যাংক পিএলসি নওগাঁ শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় নওগাঁ জিলা স্কুল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ ছোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক ও এসএভিপি জনাব মোঃ জামিলুর রহমান চৌধুরী । এছাড়াও ব্যাংকের সিনিয়র কর্মকর্তাগণ, শিক্ষক ও শিক্ষার্থীরাবৃন্দ এতে অংশ অংশগ্রহণ করেন।

আয়োজনে বক্তারা বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য স্কুল ব্যাংকিং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে সচেতন হয়ে ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠে দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp