বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ৩১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ-৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) ঢাকা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার, জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর সদস্য ও রুয়েট ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার মো. ফজলে রাব্বী রনি উপজেলার রানীনগরের ত্রিমোহনী হাটে লিফলেট বিতরণ করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এ্যাব ঢাকা বিভাগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আবিদ কামাল, নওগাঁ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রানাসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী রনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ৩১ দফা দাবি উপস্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা। এই দাবিগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। দেশ ও জাতিকে রক্ষা করতে হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।”


