আত্রাই (নওগাঁ) সংবাদদাতাঃ
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় এর আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেল নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক।
তিনি বলেন, দেশের প্রান্তিক থেকে শুরু করে বড় বড় পর্যায়ে সমস্যা সমাধান ও গুরুত্বপূর্ণ কাজে বূমিকা রাখছেন সমবায়। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যাবে ২’শ বছরের অধিক সময় ধরে সমবায় কাজ করে চলেছে। যে কাজ একার পক্ষে করা অসম্ভব সেটা সমবায় সমিতির মাধ্যমে সহজেই সমাধান করা যায়। সমবায়ের যেকোন সমস্যা ও কার্যে তাঁর (ইউএনওর) দরজা খোলা আছে বলে জানা তিনি।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিবসের ত্ৎাপর্য তুলেধরেন বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, মোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


