আত্রাইয়ে  যুবলীগ নেতাসহ গ্রেফতার-২

নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে যুবলীগ নেতা ইবনে সিনা ওরফে ছনি সরকার (৩২) সহ দুই জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বান্দাইখাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে ছনি এবং মির্জাপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে বকুল হোসেন (৪২)।

থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আত্রাই থানায় দায়েরকৃত একটি মামলার আসামী যুবলীগ নেতা ছনিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী একই রাতে উপজেলার মির্জাপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে বকুল হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp