ডেস্ক রিপোর্ট:
“জীবনব্যাপী ডায়াবেটিস” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ব্র্যাকের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. শাহিনুর ইসলাম। সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বদলগাছী উপজেলা হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. বর্ণা বসাক।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভাবের কারণে ডায়াবেটিসের ঝুঁকি দিন দিন বাড়ছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যগ্রহণ, ব্যায়াম এবং সচেতনতার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
দিবসটি উপলক্ষে ব্র্যাক বদলগাছী উপজেলার চাংলা এলাকায় একটি বিশেষ ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করে। সেখানে স্বল্পমূল্যে ৫০ জন রোগীর রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা হয় এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
ডা. বর্ণা বসাক ক্যাম্পটি পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি বলেন, “ডায়াবেটিস কোনো মরণব্যাধি নয়, যদি আমরা সচেতন হই এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করি, তাহলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।”
প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বজুড়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়। এর লক্ষ্য হলো ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের মান উন্নয়ন করা। সারাবিশ্বের মতো বাংলাদেশেও এ দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির কর্মসূচি সংগঠক তৌহিদুল ইসলাম, মাঠ সংগঠক স্বর্ণালী জাহান, স্বাস্থ্যকর্মীসহ ব্র্যাকের অন্যান্য সদস্যরা।


