বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ধলাহার গ্রামে উঠান বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে ধলাহার গ্রামের একটি উঠানে এ বৈঠকের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কার পক্ষে জনমত সৃষ্টি এবং দলীয় এমপি প্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমানের পক্ষে সমর্থন আদায়। তিনি জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম এবং বদলগাছী উপজেলার নায়েবে আমীর ও মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান বলেন, “দেশের জনগণ আর দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও স্বৈরাচারী মনোভাবাপন্ন মানুষদের ক্ষমতায় দেখতে চায় না। সমাজে অশান্তি ও অবিচারের মূল কারণ অসৎ নেতৃত্ব। সৎ নেতৃত্ব দিয়েই দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বিনা সুদে ঋণ প্রদান করা হবে, যুব সমাজকে দক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে এবং কৃষকদের জন্য সুলভ মূল্যে বীজ ও সার সরবরাহ নিশ্চিত করা হবে।”
বক্তারা আরও বলেন, জামায়াত ইসলামী সর্বদা জনগণের অধিকার, ন্যায়বিচার ও শান্তির রাজনীতি করে আসছে। দেশের মানুষের কল্যাণে দলটি কাজ করতে চায় এবং গণমানুষের অংশগ্রহণের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে সভাপতি মো. আব্দুল ওয়াহেদ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


