নওগাঁর ধামইরহাটে আগামী বছরের ফেব্রুয়ারী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। সোমবার সকাল থেকে ধামইরহাট পৌরসভার নিমতলী বাজার এলাকায় গণসংযোগ শুরু হয়। পরে বিকেলে নিমতলী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ধামইরহাট পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো.ইসমাইল হোসেন। গণংসযোগ ও ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর ও নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আমীর মো. কামরুজ্জামান, নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা সেক্রেটারী মো. রেজুয়ান, পৌর জামায়াতের সেক্রেটারী মো. নুরনবী, আলমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো.ইব্রাহিম হোসেন, উমার ইউনিয়ন আমীর মো. দেলোয়ার হোসেন, ধামইরহাট ইউনিয়ন আমীর মো. ইউনুছার রহমানসহ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ।


