নওগাঁর ধামইরহাটে নারীদেরকে অর্থনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত করার মাধ্যমে স্বাবলম্বী করার পাশাপাশি সামাজিক ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে ১০ জন নারীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের বাদাল গ্রামের নারীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।
কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) আয়োজনে, ফেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) এবং ঢাকা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিডব্লিউসিসিআই) এর সহযোগিতায় নারীর ক্ষমতায়ন পাইলট প্রকল্পের অধীনে প্রত্যেক নারীকে দুটি করে ছাগল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, প্রকল্পের সমন্বয়কারী রেহেনা পারভীন, সংস্থার প্রধান কার্যালয়ের হেড অব দ্যা ফিন্যাস এডমিন বুলবুল আহমেদ, অডিট কর্মকর্তা চন্দন রোজারিও, গণমাধ্যম কর্মী হারুন আল রশীদ, ইউপি সদস্য ফাহিমা খাতুন, ফিল্ড সুপারভাইজার শামীমা, ফিল্ড ফ্যাসিলিটেটর প্রতীমা পাহান প্রমুখ।
প্রকল্পের অধীনে উপজেলার ইসবপুর ইউনিয়নের বাদাল গ্রামের ১০ জন মহিলাকে বাছাই করে তাদেরকে গবাদিপশু প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে তাদেরকে স্বাবলম্বী করার জন্য প্রথম ধাপে দুটি করে ছাগল প্রদান করা হয়।


