নওগাঁর ধামইরহাটে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ওই ইউনিয়নের আপামর জনসাধারণের আয়োজন এ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাহানপুর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও নওগাঁ-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার কে.এম.এস মুসাব্বির শাফি।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন, যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা ফিরোজ হোসেন বিদ্যুৎ, আসাদুজ্জামান মনি, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মামুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, সদস্য সচিব আলম শাহ প্রমুখ।


