
নওগাঁর ধামইরহাটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি ও ঢাকায় আন্দোলনরত অবস্থায় শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের আয়োজনে দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা পরিষদের সমানে ঘন্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন শিক্ষক-কর্মচারীরা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রায় ১হাজার শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।
এ সময় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সেননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবদুস সোবহান, ধাইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ধুরইল আলিম মাদ্রাসা সুপার আবদুল গফুর, সহকারি প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সহকারি শিক্ষক আবদুর রউফ প্রমুখ।
মানববন্ধনে শিক্ষকরা চাকরি জাতীয়করণসহ মুল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি, চিকিৎসাভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করণে তিন দফা দাবির স্লোগান তোলেন। দাবি আদায় না হলে আগামিতে আরও বড় পরিসরে কর্মসূচি পালনের কথা মানববন্ধনে জানানো হয়।