নওগাঁর ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নওগাঁ-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।
বুধবার বিকালে আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নওগাঁ-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।
আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র আনোয়ার হোসেন, আবু তাহের চৌধুরী মন্টু, দেওয়ান ফেরদৌস হোসেন, আমজাদ হোসেন, মহিলাদল নেত্রী মৌসুমি সুলতানা প্রমুখ।


