ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর ধামইরহাট সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (১ নভেম্বর) ভোর রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম কুরবান আলী (২৫)। তিনি আগ্রাদ্বিগুন এলাকার মৃত ছাত্তার আলীর ছেলে।
বিষয়টি শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি টহল দল রামচন্দ্রপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কুরবান আলীর কাছ থেকে ৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত মাদকসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তার নামে মামলা দায়ের করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।


