ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ আগুনে পুড়লো শ্রমিকের বসতঘর। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি মুকুন্দপুর এলাকার শ্রমিক আসাদুজ্জামান (৪০) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে ওই শ্রমিক স্ত্রী সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। এলাকাবাসির নিকট আর্থিক সহযোগীতা কামনা করেছেন হতভাগা শ্রমিক। সে ওই এলাকার ওমর ফারুকের ছেলে।
শ্রমিক আসাদুজ্জামান জানান, গত মঙ্গলবার আমার টিনশেডের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ওই আমার ৪টি ঘর, ঘরের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ৩ মেয়ে ও স্ত্রী নিয়ে বর্তমানে আমি খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছি। এলাকার বিত্তবান মানুষের নিকট আমি আর্থিক সহযোগীতা কামনা করছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী জানান, আমরা গতকাল রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শ্রমিকের বাড়িতে গিয়েছিলাম। শ্রমিকে পরিবারে কম্বল, শুকনা খাবারসহ ২ বান্ডলি ঢেউটিন ও নগদ ৬হাজার টাকা সহায়তা প্রদান করেছি।


