
নওগাঁর ধামইরহাটে স্থানীয় সাংবাদিকদের সহিত শিশু সুরক্ষা বিষয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওয়ার্ল্ড ভিশনের হলরুমে এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধামইরহাট প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মালেক সরদার, মডেল প্রেসক্লাব সভাপতি অরিন্দম মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রেজুয়ান আলম, সদস্য সচিব মমিনুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার ম্যানুয়েল হাসদা জানান, পিডিহার্থ ও জিএমপি কার্যক্রমের মাধ্যমে ১ থেকে ৫৯ মাস বয়সী ৫হাজার ৫৫২ জন শিশুকে পুষ্টি সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫শত ৭জন গর্ভবতী মাকে সরকারি সেবার পরামর্শ। ২৮০ জোড়া দম্পতিকে মেনকেয়ার সেশন প্রদানের পাশাপাশি স্বাস্থ্য ও সেবার মান বৃদ্ধিতে ২১টি কমিউনিটি ক্লিনিকের সহিত এ্যাডভোকেসি কার্যক্রমসহ নানান কাজে ওয়ার্ল্ড ভিশন কাজ করেছে। আগামিতে সকলকে নিয়ে আরও ভাল কিছু করার আহ্বান জানান তিনি।