নওগাঁর ধামইরহাটে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবীতে জামায়াতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ধামইরহাট উপজেলা জামায়াতের পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হয়। বিকেলে ধামইরহাট বাজার ফুটবল মাঠ থেকে পাঁচ দফা দাবী বাস্তবায়নের লক্ষে এক গণমিছিল বের করা হয়। পরে আমাইতাড়া বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ধামইরহাট উপজেলা জামায়াতের আমীর মো.কামরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমীর নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো.এনামুল হক। অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মো.মারুফ আহমেদ,জামায়াতের ধামইরহাট উপজেলা শাখার আমির মো.কামরুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান মো.আতাউর রহমান, নায়েবে আমীর মো.আব্দুল আজিজ,সেক্রেটারী মো.রেজোয়ান, পৌর জামায়াতের সহকারি সেক্রেটারী ও জামায়াতের পৌর মেয়র মনোনীত আবু সাঈদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো.আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


