নওগাঁর ধামইরহাটে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন পূজা মন্দিরগুলো পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, ওসি ইমাম জাফর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, পূজা কমিটির সভাপতি মহেশ পাল, সাধারণ সম্পাদক জয় সাহা, সাংগঠনিক সম্পাদক রতন কুমার আগারওয়াল প্রমুখ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে উপজেলায় এবারে মোট ৩২টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্দিরগুলো তে সর্বোচ্চ নিরাপত্তার জন্য নিরলস ভাবে দায়িত্ব পালন করছেন।


