নওগাঁর মান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শায়লা শারমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আফজাল হোসেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আসন্ন রবি মৌসুমে গম, সরিষা, বোরো ধান, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুরসহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কৃষি খাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মানসম্মত বীজ ও সার বিতরণ করছে। কৃষকদের এই বীজ বিক্রি না করে চাষাবাদে ব্যবহার করতে হবে। কোনো প্রকার অনিয়মের অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা টিকিয়ে রাখতে এবং বিদেশ নির্ভরতা কমাতে সরিষা ও অন্যান্য তেল ফসলের আবাদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয়ভাবে উৎপাদিত তেল জাতীয় পর্যায়ে চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ বছর প্রণোদনা কর্মসূচির আওতায় মান্দা উপজেলায় ৮,৯৬০ জন কৃষকের মাঝে এ প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।


