আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, “সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তেমনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকেও মূলধারায় সম্পৃক্ত করা জরুরি। বিএনপি সরকারে এলে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।”
মতবিনিময় সভায় তৃতীয় লিঙ্গের বক্তব্য রাখেন কল্যাণী রানী, হিরা, বিপ্লব বাবু শেখ (বাবলি)সহ অনেকে। এসময় তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন এবং ডা. টিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নওগাঁর ডেপুটি রিজওনাল ডিরেক্টর সাহ্ মোঃ আব্দুল মালেক,পানিয়াল আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কাইমুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, যুবদলের যুগ্ন আহ্বায়ক ওবায়দুল হক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


