নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে কয়েকটি ফার্মেসিতে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ (নভেম্বর) বেলা ১২টায় উপজেলার সতিহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, ঔষধ প্রশাসন নওগাঁ জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক শাকিব আহম্মেদ এবং থানা পুলিশ। অভিযানের সময় স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৪ টি ফার্মেসিকে জরিমানা করা হয়।
আদায়কৃত জরিমানা হলো— শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে ৩,০০০ টাকা, একই গ্রামের ওসমান আলীর ছেলে আবুল কালামকে ৩,০০০ টাকা, গোবিন্দপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে আবু বকর সিদ্দিককে ৩,০০০ টাকা এবং শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মহসিন আলীকে ২,০০০ টাকা করে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী বলেন, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী আজকের অভিযান পরিচালিত হয়েছে। আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


