নওগাঁর মান্দায় দুর্নীতির অভিযোগে পরানপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ একাডেমি ভবনের জানালার গ্লাস, চেয়ারভাঙচুর সহ প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নি সংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে দুর্নীতি অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন।
তীব্র আন্দোলনের মুখে অবশেষে বেলা ৩ টায় প্রধান শিক্ষক মোঃ ওয়াহেদ আলী পদত্যাগ করেন। প্রধান শিক্ষকের পদত্যাগ পত্রটি সহকারী প্রধান শিক্ষক মীর মোহাম্মদ ফিরোজ হোসেন কে হস্তান্তর করে ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলম সেখ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান মকে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, ৩ নং পরানপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান, জামায়াতের ইউনিয়ন আমির মাছির উদ্দিন, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি রবিউল ইসলাম রবি প্রমূখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে জানতে পারি পরানপুর হাই স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে। অবরুদ্ধ অবস্থায় তিনি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন, এখন ম্যানেজিং কমিটির তার ব্যবস্থা গ্রহণ করবেন।


