মান্দায় ড্যাব এর ফ্রি মেডিকেল ক্যাম্প 

নওগাঁর মান্দায় দুঃস্হ ও অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- (ড্যাব) নওগাঁ জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত মান্দা উপজেলার ১০নং নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামে এই মেডিক্যাল ক্যম্পে গরীব ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করেন ড্যাব- নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মান্দা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।

সার্বিক তত্ত্বাবধান ও ক্যাম্প পরিচালনা করেন ১০ নং নুরুলাবাদ ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল করিম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আয়নাল হক, বিএনপি নেতা মাহবুবুর রহমান, শ্রমিক দলের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মকবুল হোসেন প্রমুখ। 

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার উদ্দেশ্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, বর্তমান সময়ে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং আশেপাশে সরকারি চিকিৎসা কেন্দ্রে সঠিকভাবে চিকিৎসা সেবা না পাওয়াই সাধারণ মানুষ ব্যাপকভাবে ভোগান্তিতে পড়েছেন। তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি গ্রামের অসহায় এবং দরিদ্র মানুষের সেবা করে যাচ্ছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে মানুষের যে কোন প্রয়োজনে আমি সবসময় মানুষের পাশে থাকবো। 

 ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ইমারততুল্লা ,আরব আলী, আফতাব সর্দার, বলেন মান্দা থানার মধ্যে চিকিৎসা সেবার জন্য আমাদের গ্রাম সবচেয়ে অবহেলিত।

ডাঃ ইকরামুল বারী টিপু অনেক ভালো মানুষ একজন ভালো ডাক্তার। তিনি প্রতিনিয়ত বিনামূল্যে আমাদের সেবা প্রদান করে আসছেন এবং বিপদে-আপদে তিনি সবসময় আমাদের পাশে রয়েছেন। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp