নওগাঁর মান্দা উপজেলায় কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে ‘সার সিন্ডিকেট’ পরিচালনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী যুগল চন্দ্র মণ্ডল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মান্দা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।
সংবাদ সম্মেলনে যুগল চন্দ্র মণ্ডল বলেন, ‘আমি বিসিআইসির লাইসেন্সপ্রাপ্ত একজন সার ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে সততা ও স্বচ্ছতার সঙ্গে কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করে আসছি। কোনো অবস্থাতেই বেশি দামে সার বিক্রি করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘এক সময় আমার ভাই সুবল চন্দ্র মণ্ডল এই ব্যবসা পরিচালনায় সম্পৃক্ত ছিলেন। পারিবারিক কারণে তাকে ব্যবসা থেকে সরিয়ে দিলে তিনি ব্যক্তিগত আক্রোশে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়াচ্ছেন, যা আমার ব্যবসার সুনাম ক্ষুন্ন করছে।’
ডিলার যুগল চন্দ্র মণ্ডল দাবি করেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের সঙ্গে যোগসাজশ করে সিন্ডিকেট গঠনের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘শায়লা শারমিন একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তা। তিনি কঠোরভাবে মনিটরিং করেন বলেই নির্ধারিত দামের বাইরে সার বিক্রির কোনো সুযোগ নেই।’
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এ ধরনের তথ্যবিহীন সংবাদে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং প্রশাসন ও ডিলারদের মধ্যে অকারণে সন্দেহের সৃষ্টি হয়। প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের দাবি করেন তিনি।


