নওগাঁর মান্দায় আত্রাই নদীর মৎস্য রক্ষা ও মৎস্য প্রজননের জন্য বুড়িদহ মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এই অভয়াশ্রমের আসেপাশে জাল ও বরশী দিয়ে মৎস্য শিকার সম্পুর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা হুইল ছিপ দিয়ে মৎস্য শিকারের অভিযোগে ৪ জন মৎস্য সংরক্ষণ আইনে অর্থদণ্ড সহ ১৫ টি হুইল সিপ,মৎস্য শিকারের অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপংকর পালসহ মৎস্য অফিসের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।


