নওগাঁ মান্দায় ছাতড়া বিলে প্রথমবারের মত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর) বিকাল তিন ঘটিকায় ভালাইন ইউনিয়ন ছাতড়া বিলে তুড়ুকগ্রাম, মনোহরপুর, মহেশপুর,গাংতা অংশে কয়েক হাজারো দশর্ক এ প্রতিযোগিতা উপভোগ করে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো: ইকরামুল বারী টিপু। এসময় প্রধান অতিথি তার বক্তবে বলেন ইতিহাস ও ঐতিহ্যের অংশ গ্রাম বাংলা নৌকা বাইচ। আর এই ঐতিহ্য ধরে রাখতে বিএনপি’র পক্ষ থেকে প্রতিবছরই এমন আয়োজন করা হবে ইনশাল্লাহ।
এতে সভাপতি করেন লতিফর রহমান সভাপতি (০১) নং ওয়ার্ড বিএনপি, সঞ্চালনায় আইজুল হক বাবু।
এতে অংশ গ্রহন করে মোট ১০ টি নৌকাদু ধাপে অংশ গ্রহন করে খেলা পরিচালনা করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে সগনিয়া গ্রাম তাদের কে বড় একটি খাসি উপহার ও দ্বিতীয় হয়েছে রাজেন্দ্র বাটির আলতাফ এর দল তাদরকে ছোট একটি খাসি প্রদান করা হয়।


