নওগাঁর মান্দায় শান্তিপূর্ণ দূর্গোৎসব পালনের লক্ষ্যে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এম এ মতীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, সহসভাপতি একেএম নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক সামশুল ইসলাম বাদল, কুমার বিশ্বজিৎ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন বলেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় যাতে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব পালন করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে সকল নেতা-কর্মীদের সহযোগিতার আহবান জানিয়েছেন।


