নওগাঁর মান্দায় সাবাই বাজার মাদক নির্মূল কমিটির নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা করে ধ্বংস করা হয়েছে।
ক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজার মাদক নির্মূল কমিটির নেতৃত্বে চকসাবাই গ্রামের মেহার বক্স, আলীমুদ্দিন, তহিদুল ইসলাম ও তোতার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার মাদকদ্রব্য তৈরির উপকরণ ও ৫০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মাদক সামগ্রী গ্রামবাসীর সামনে প্রদর্শন করা হয়। এ সময় মাদকদ্রব্য কাজের সাথে জড়িত সকল কে মাদকদ্রব্য তৈরি ও বিক্রি করবে না বলে স্ট্যাম্পে সই করে নেওয়া হয়। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সকলের উপস্থিতিতে মাদক দ্রব্য গুলো ধ্বংস করা হয়।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোখলেসুর রহমান কামরুল, সাবাই বাজার মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সুমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।


