আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ শহরে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন ২০১৮ সালের ধানের শীষ প্রতিকের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। সোমবার (৬ অক্টোবর) বিকেলে তিনি শহরের ট্রাক টার্মিনাল এলাকায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং জনসাধারণের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এই প্রচারণা কার্যক্রমে স্থানীয় দলীয় নেতাকর্মীরাও ধলুর সঙ্গে ছিলেন। তারা জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, ধানের শীষ প্রতীকের তাৎপর্য তুলে ধরেন এবং কেন ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করা উচিত—সে বিষয়ে ব্যাখ্যা দেন।
জাহিদুল ইসলাম ধলু তার প্রচারণায় তুলে ধরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সহ উন্নয়নমূলক প্রতিশ্রুতি, যার মধ্যে রয়েছে— শহরের অবকাঠামোগত উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ ও সরাসরি সহায়তা, নারী ও শিশু নিরাপত্তা জোরদার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুগান্তকারী পরিবর্তন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি।
তিনি বলেন, নওগাঁর মানুষ পরিবর্তন চায়। তারা উন্নয়ন চায়, ন্যায়বিচার চায়। আমি আপনাদের দোয়ায় সেই প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করতে চাই এবং জনগণের পাশে থাকতে চাই সর্বদা।
প্রচারণায় ধলুর সঙ্গে থাকা স্থানীয় নেতাকর্মীরা জানান, সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা লিফলেট হাতে নিয়ে মনোযোগ সহকারে পড়ছেন এবং অনেকেই ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানাচ্ছেন।
এক গৃহিণী বলেন, “আমরা পরিবর্তন চাই। যারা বিগত সময়ে আমাদের কথা শোনেনি, তাদের আর চাই না। ধলু সাহেবের কথা শুনে ভালো লাগছে। আশা করছি তিনি কথা রাখবেন।”


