নওগাঁয় শুরু হয়েছে জেলা পর্যায়ের ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার (১১ অক্টোবর) সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. শাহাদৎ হোসেন। এ সময় জেলার ১১টি উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-খেলোয়াড়রা এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আগামী ১৩ অক্টোবর বিকেল ৪টায় নওগাঁ জেলা স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


