‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি, আলোচনা সভা, মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ প্রমুখ।
এসব কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ নেয়।

আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া পরিচালনা করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, মামনুর রশিদ, নাজিমুদ্দিন প্রমুখ।

মান্দা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মান্দা নওগাঁর আয়োজনে উপজেলা চত্বরে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কৌশলের মহড়া উপস্থাপন করা হয়। মহড়া উপস্থাপন করেন মান্দা ফায়ার স্টেশন এর ফায়ার ফাইটার সদস্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী অফিসার ইউএনও আখতার জাহান সাথী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, মান্দা ফায়ার স্টেশন ইনচার্জ শফিউর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, মান্দা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়েছে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে একটি র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ওসি ইমাম জাফর, তথ্যসেবা কর্মকর্তা ইসতিকা আফরিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো.ইমতিয়াজ জাহিরুল হক,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেন,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো.আব্দুল্লাহ আল মামুন,
প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম, মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল,পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব,ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রাশেদুর রহমান,ছাত্র প্রতিনিধি মাসুমুল হক সিয়াম প্রমূখ।


