বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার তিন বারের মেয়র আলহাজ্ব নজমুল হক সনি।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল রাজ্জাক, যুগ্ম সম্পাদক আল মোজাহার লিটন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ ঠান্ডু, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম এবং ৫নং ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম মিলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের সময় নজমুল হক সনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি হলো বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনঅধিকার পুনরুদ্ধারের রূপরেখা। ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আরও জোরদার করতে আমরা ঘরে ঘরে যাচ্ছি।


