উদ্যোক্তাদের উন্নয়নে পূবালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের আয়োজনে নওগাঁয় অনুষ্ঠিত ম্যাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার নওগাঁ সরকারি কলেজ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া অঞ্চলের নির্বাহী পরিচালক (ইডি) সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসআইসিপি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (ফাইনান্স) আইয়ুব আলী, নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ মোজাফফর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের বগুড়া অঞ্চলের প্রধান এ এস এম রায়হান শামীম।
এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিপি) এর আওতায় মাসব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় ১৬ জন নারী উদ্যোক্তাসহ মোট ২৫ জন উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


