নওগাঁয় এনথ্রাক্স বা তড়কা রোধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। এসময় বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক অহম্মেদ রাজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মাংস ব্যবসায়ীরা।
সভায় বক্তারা বলেন, তড়কা (এনথ্রাক্স) একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি, যা সংক্রমিত পশু থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। তাই পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। এছাড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের সময় গ্লাভস, অ্যাপ্রন, মাস্কসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা উচিত। জবাইকৃত পশু যে রোগমুক্ত তার প্রত্যয়ন থাকতে হবে। এনথ্রাক্স প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসময় তড়কা রোগ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্বাস্থ্যবিধি মেনে মাংস প্রক্রিয়াজাতকরণে সচেতন হওয়ার আহ্বান জানান।


