‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে নওগাঁর উত্তরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় উত্তরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পরিষ্কার কার্যক্রমে অংশ নেন।

পরবর্তীতে গ্রিন স্কুল ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় ‘পরিবেশ ও প্রকৃতি’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন, দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিজ আঞ্জুয়ারা বেগমসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা।


