নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
উত্তরের জেলা নওগাঁয় শীতের আমেজ বইতে শুরু করেছে। গেল কয়েকদিন ধরেই ভোরে হিমেল হাওয়া বইছে, যুক্ত হয়েছে ঘন কুয়াশা। শিশিরে ভেজা ঘাস জানান দিচ্ছে— আসছে শীত। বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে জেলার বদলগাছি কৃষি আবহাওয়া ও পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিনের তুলনায় প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস কম।
বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, “আজ সকাল থেকে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়বে। সূর্যের দেখা পেলে শীতের তীব্রতা কমে আসবে।”
তিনি আরও বলেন, “আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে দিন বাড়ার সাথে সাথে আবারও সামান্য উষ্ণতা ফিরতে পারে।”
এদিকে ভোরের দিকে কুয়াশা খুব ঘন না হলেও ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি বেড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শীত মৌসুমের আগেই তাদের শীতবস্ত্র পরে কাজে বের হতে হচ্ছে। এবছর জেলায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় অনেকেই মনে করছেন— এ বছর শীতের তীব্রতা আরও বেশি হতে পারে।
দিনমজুর মিলন বলেন, “খুব সকালে ঠান্ডার মধ্যে কাজে যেতে কষ্ট হয়। ঠান্ডা লেগে অসুখ-বিসুখ হয় বেশি, তবুও কাজ তো করতেই হয়— সংসার চালাতে হবে।”
রিকশাচালক বিমান জানান, “ভোর থেকে রাস্তায় নামতে হয়। ঢাকায় থেকে আসা যাত্রীরা বলে— ‘নওগাঁর ঠান্ডা ঢাকায় পাওয়া যায় না।’ কুয়াশা খুব বেশি না থাকলেও বাতাসে শীত বেশি।”
প্রতি বছরই নওগাঁয় মৌসুমের আগেই শীত নেমে আসে। স্থানীয়দের ধারণা, এবছরও সেই প্রবণতা বজায় থাকছে— বরং এবার ঠান্ডা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।


