প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গনহত্যা দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং পিআর প্রদ্ধতিতে জাতীয় নির্বাচন ও পাঁচ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা। শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ সদর থানা শাখা কর্তৃক নওগাঁ ব্রিজের মোড় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত এবং পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নওগাঁর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ সদর থানা শাখার সভাপতি অধ্যক্ষ হযরত মাওঃ মোঃ আঃ রহমানের সভাপতিত্বে,জেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ পৌর ৭নং ওয়াডের সভাপতি মুফতী আনোয়ার, ইসলামী আন্দোলন নওগাঁ বক্তারপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন, নওগাঁ সদর থানার সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন মিঠু সহ অসংখ্য নেতাকর্মী ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আমরা পিআর প্রদ্ধতি নির্বাচন চাই আমাদের দাবি স্পষ্ট। সংস্কার করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে এবং পিআরে নির্বাচন হতে হবে। দেশের অধিকাংশ মানুষ পিআর চায় এই মর্মে একাধিক জরিপে উঠে এসেছে। পি আর পদ্ধতিতে নির্বাচন হলে থাকবেনা কোনো দূর্নীতি, থাকবেনা কোনো চাঁদাবাজি, আগে সংস্কার পরে নির্বাচন এই স্লোগানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।


