ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ছাতড়া বাজার এলাকায় গণসংযোগ করেছেন এই বিএনপি নেতা।
বিকেল সাড়ে ৪টা থেকে ছাতড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
এ সময় তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা ধানের শীষ ও মোস্তাফিজুর রহমানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। লিফলেট বিতরণ শেষে বাজারের তিন মাথার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইছাহাক আলী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশ্যে নওগাঁ-১ আসনের বিএনপির প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগে নানা কথা শোনা যাবে, সেগুলোতে বিচলিত হবেন না। আমাদের নেতাকর্মীদের আরও সহনশীল হতে হবে। মানুষ কষ্ট পায় এমন আচরণ করা যাবে না। সাধারণ মানুষকে বিএনপির রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা কর্মসূচি বোঝাতে হবে। ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।’
তিনি আরও বলেন, ‘আজকে নিয়ামতপুর, পোরশা ও সাপাহারে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে সর্বোচ্চ ভোট পেয়ে এই আসন দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।’


