নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ২নং চন্দননগর ইউনিয়নে মাল্টি স্টেকহোল্ডারস প্লাটফর্ম (এমএসপি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় চন্দননগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ময়নূল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মিন্টু রহমান, ছাতড়া বনিক সমিতির সাধারণ সম্পাদক রনি সিদ্দিকী, ইউপি সদস্য শরিফুল ইসলাম ও মন্টুসহ অন্যান্যরা।
আয়োজনে ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।


