ধানের শীষের পক্ষে প্রচারণার অংশ হিসেবে গত রোববার সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলার ভাবিচা মাঠে অনুষ্ঠিত হয়ে গেল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে জাসাসের শিল্পীরা নাচ, গান ও গম্ভীরার মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারণা চালায়। এই আয়োজন দেখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষ জড়ো হিয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
প্রিয় নেতাকে কাছে পেয়ে অনুষ্ঠানে আগত সাধারণ মানুষজন আবেগে আপ্লুত হন। মোস্তাফিজুর অনুষ্ঠানে আগত দর্শকদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় সাধারণ মানুষেরা নিজেদের নিত্যদিনের কষ্ট ও সমস্যার কথা প্রার্থীর কাছে ব্যক্ত করেন। প্রার্থীর এই নিবিড় সংযোগ এবং জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে নওগাঁ-১ আসনে এখন পরিবর্তনের হাওয়া বইছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আপনারা যারা এই অনুষ্ঠানে আমাকে ও ধানের শীষকে ভালোবেসে এসেছেন, এত ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছেন, এই কষ্ট যেন বৃথা না যায়। আপনারা দীর্ঘদিন ধরে যে বঞ্চনা ও দুঃশাসনের শিকার হয়েছেন, আমাদের নেতা তারেক রহমান সেই কথা ভোলেননি। আমি আপনাদের কাছে এসেছি সেই তারেক রহমানের বার্তা নিয়ে।’
তিনি আরও বলেন, ‘আপনারা আর ভয় পাবেন না। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের এই ত্যাগ ও কষ্ট বৃথা যাবে না। ইনশাআল্লাহ, নওগাঁ-১ আসনে ধানের শীষের জয় হবেই।’


