নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বেনিপুর গ্রামের ফুল মুহাম্মদের ছেলে সানোয়ার (১৯) সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভালোবেসে মহাদেবপুর উপজেলার দিনযাওন গ্রামের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানোয়ার। গত দুই দিন ধরে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
শনিবার রাতে খাবার শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরের ভেতরে ঢুকে পড়া বিষধর সাপ সানোয়ারের কপালে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তিনি জেগে উঠে বিষয়টি পরিবারের সবাইকে জানান। পরে তাকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এরপর পরিবারের সদস্যরা তাকে রাজশাহী নেয়ার পথে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সেই মৃত্যুবরণ করেন তিনি।


