নওগাঁর নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের আবাসিক হোস্টেল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় ‘স্বার্থ রক্ষা কমিটি’ নামে একটি সংগঠন ২৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
স্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন,আমি এই বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়ালেখা করে আসছে। কিন্তু হোস্টেল বন্ধ থাকায় এখন অনেক শিক্ষার্থী নিয়মিতভাবে বিদ্যালয়ে আসতে পারছে না। প্রধান শিক্ষক চক্রান্ত করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য হোস্টেলটি বন্ধ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো প্রধান শিক্ষক হোস্টেলের ডিট (লীজ) দিতে পারেন না। অথচ তিনি অবৈধভাবে ডিট করেছেন, যা তার এখতিয়ারভুক্ত নয়। হোস্টেলের দরজা, জানালা ও গ্রিল পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী কোনো টেন্ডার হয়নি। সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে হোস্টেল রক্ষার্থে ‘স্বার্থ রক্ষা কমিটি’ গঠন করেছে। প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন,অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ১৯৪৮ সালে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়টিতে এই আবাসিক হোস্টেল ব্যবস্থা চালু করা হয়।


