পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সদস্য ও কর্মী সন্মেলন

নওগাঁর  পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ-১ সংসদীয় আসন কর্তৃক আয়োজিত সদস্য ও কর্মী সন্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সারাইগাছী স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় নওগাঁ-১ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি থিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোল বাংলাদেশ এর মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী হাজ্বী শেখ নুরুন নাবী, খুলনা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ নাজমুল ইসলাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা ও থানার নেতৃবৃন্দ। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp