ডেস্ক রিপোর্টঃ
বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলায় স্টেম ( বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ক শিক্ষা কার্যক্রম) কর্মশালা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ৪৫ জন শিক্ষক ও ৮৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। কর্মশালার প্রথম দিন প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন খান একাডেমি ফেলো ফারজানা আক্তার লিমা, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের মেন্টর মো. সাদুল ইসলাম, বাংলাদেশ জুনিয়র সাইন্স অলিম্পিয়াডের সদস্য অভিজান পল রুদ্র, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সমন্বয়ক মোশাররফ হোসেন প্রমুখ।

আয়োজক সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এই কর্মশালায় হাতে-কলমে শেখার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। এই ধরনের কর্মশালায় রোবোটিক্স তৈরি, প্রোগ্রামিং বা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মতো বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অলিম্পিয়াডে কিভাবে শিক্ষার্থীরা কিভাবে অংশ নিতে পারবে সে ধারণা দেওয়া হবে।


