পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতাঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ডাকা “লক ডাউন” কর্মসূচির প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী নজিপুর পৌরসভা ও পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজলায় নজিপুর গোলচত্বরে সকালে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন নজিপুর পৌর আমির মুহাম্মদ মোফাসসিল হক, পৌর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা।
বক্তারা বলেন, “দেশে চলমান ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে জনগণ এখন সোচ্চার হচ্ছে। যারা স্বাধীনভাবে মত প্রকাশে বাধা সৃষ্টি করছে, তারা গণতন্ত্রের পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ উপায়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবো ইনশাআল্লাহ।”
তারা আরও বলেন, “দেশে ন্যায়, শান্তি ও ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন কোনো প্রকার ভয়ভীতি বা বাধার মুখে থেমে থাকবে না।”


