নওগাঁর পত্নীতলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল, দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি অফিসের আয়োজনে ২০০ জন সফলভোগীর মাঝে ৪শ টি ছাগল, দানাদার খাদ্য ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ, কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেন, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীনসহ সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ , সুধিজন সহ প্রমূখ।


